
রবিবার ২৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: কান অত্যন্ত স্পর্শকাতর ইন্দ্রিয়। ভিতরে সামান্য সুড়সুড় করলেই কেঁপে ওঠে গোটা শরীর। আর ভিতরে ময়লা হলে তো কথাই নেই। অনেকেই কান চুলকাতে কিংবা কানের ময়লা পরিষ্কার করতে তুলোর ইয়ার বাড না সোয়াব ব্যবহার করেন। কিন্তু জানেন কি এই ধরনের বাড দিয়ে কান খোঁচানো বা কান পরিষ্কার করা স্বাস্থ্যের জন্য মোটেও ভাল নয়?
কেন তুলোর বাড ব্যবহার করা উচিত নয়?
* কানের ময়লা (ওয়াক্স) ভেতরে ঠেলে দেওয়া: ইয়ার বাড ব্যবহারের ফলে কানের স্বাভাবিক ময়লা বা ওয়াক্স কানের পর্দার আরও কাছাকাছি চলে যেতে পারে। এর ফলে ওয়াক্স জমে গিয়ে কান বন্ধ হয়ে যেতে পারে, যার থেকে কানে ব্যথা, কম শোনা বা সংক্রমণ হতে পারে।
* কানের নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা নষ্ট হওয়া: কানের ওয়াক্স আসলে কানের ভেতরের অংশকে ধুলোবালি, জীবাণু এবং বাইরের অন্যান্য জিনিস থেকে রক্ষা করে। ইয়ার বাড দিয়ে এই ওয়াক্স সরিয়ে ফেললে কানের স্বাভাবিক সুরক্ষা নষ্ট হয় এবং সংক্রমণের ঝুঁকি বাড়ে।
* কানের পর্দায় আঘাত: অসাবধানতাবশত ইয়ার বাড কানের বেশি গভীরে চলে গেলে কানের পর্দায় আঘাত লাগতে পারে, এমনকি পর্দা ফেটেও যেতে পারে। কানের পর্দা ফেটে গেলে খুবই যন্ত্রণা হয়, তাছাড়া এর ফলে শ্রবণশক্তি স্থায়ীভাবে কমে যেতে পারে।
* কানের নালীর ক্ষতি: ইয়ার বাড দিয়ে খোঁচানোর ফলে কর্নকুহরের চামড়া ছিলে যেতে পারে বা তাতে সূক্ষ্ম আঘাত লাগতে পারে। এর ফলে কানে ব্যথা, চুলকানি এবং ‘সুইমার্স ইয়ার’-এর মতো সংক্রমণ হতে পারে।
তাহলে কান কীভাবে পরিষ্কার রাখা উচিত?
সাধারণত কানের আলাদা করে পরিষ্কার করার প্রয়োজন হয় না। কান নিজে থেকেই ওয়াক্সকে ধীরে ধীরে বাইরের দিকে ঠেলে বের করে দেয়, যা স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়ার অংশ। তবে যদি কানে অতিরিক্ত ওয়াক্স জমেছে বলে মনে হয় বা কোনও সমস্যা অনুভব করেন, তাহলে চিকিৎসকের পরামর্শ নিন।
গলে পচে যাচ্ছে লিভার, জানান দেয় ৫ লক্ষণ! অবহেলা করলেই মারা পড়বেন!
গায়ের রং নীল হয়ে যায়, রোজের ব্যবহৃত এই ধাতুর প্রভাবে, অসাবধান হলেই ঘটে যেতে পারে মারাত্মক বিপদ
প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত বাইডেন! জানেন প্রস্রাবের ধারা দুর্বল হওয়াও এর লক্ষণ? কীভাবে সময় মতো চিনবেন এই রোগ?
টানা তিনদিন একটি কাজ করলেই নতুন কোষ গজাবে মস্তিষ্কে! কমবে মানসিক চাপ! যুগান্তকারী গবেষণায় নতুন আলো
ক্যানসারের চিকিৎসায় যুগান্তকারী সাফল্য! বিশ্বের প্রথম মূত্রাশয় প্রতিস্থাপন করলেন ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক!
যোনিদ্বার বন্ধ হয়ে গজিয়ে উঠল ‘পুরুষাঙ্গ’! রোগীর যৌনাঙ্গের অবস্থা দেখে থরথর কাঁপুনি চিকিৎসকদের
বুকে ব্যথা নেই, তবুও হতে পারে হৃদরোগ! চিনে নিন এই মারণব্যাধির ৫টি নীরব লক্ষণ, উপেক্ষা করলেই মৃত্যু
ক্যানসারের ‘অ্যানসার’ লুকিয়ে আছে মানুষের মলে! ‘যুগান্তকারী’ গবেষণায় শোরগোল মার্কিন মুলুকে
কোলন ক্যানসারের যম অতিপরিচিত এই খাবার! নতুন গবেষণায় আশার আলো বিজ্ঞানী মহলে
বাতকর্মেই রোগমুক্তি! বায়ু ত্যাগে ম্যাজিকের মতো সেরে যায় এই রোগ! শুধু জানতে হবে সঠিক পদ্ধতি